তিন শ্রেণিতে ভাগ করা হবে জেড ক্যাটাগরির কোম্পানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-২০ ০৮:১০:২৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

সূত্র মতে, তুলনামূলক ভালো ও মন্দ শেয়ার বিবেচনায় জেড ক্যাটাগরিভুক্ত বিদ্যমান ৫৩ কোম্পানিকে গ্রিন, ইয়েলো ও রেড শ্রেণিতে ভাগ করা হবে। এগুলোর জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়ার কথাও নির্দেশনায় থাকবে। আগামীতে এই ক্যাটাগরিতে নেমে যাওয়া কোম্পানির ক্ষেত্রেও নতুন নির্দেশনা প্রযোজ্য হবে। অন্যদিকে সর্বশেষ টানা দু’বছরে নগদ লভ্যাংশ দিতে না পারা কোম্পানিগুলোকে এখনই জেড ক্যাটাগরিভুক্ত করা হবে না।

সূত্র জানায়, এ ক্ষেত্রে কোনো কোম্পানির পরবর্তী লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে এর আগের সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভাংশকে গণনায় নেওয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

আরও পড়ুন

ঋণের টাকা ফেরানোর উদ্যোগ বিএসইসির

বিডি ওয়েলডিংয়ের শেয়ার জব্দ করলো এনবিআর

দুই মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ বিনিয়োগকারীদের

বিদেশে শাখা খুলতে পারবে ব্রোকারেজগুলো

লেনদেনের চাপ নিতে পারছে না ডিএসইর ট্রেডিং প্লাটফর্ম