ব্লক মার্কেটে লেনদেন ৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২১ ১৬:৪৭:০০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২০ লাখ ৪৫ হাজার ৯২০টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ লাখ ৫৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৪ লাখ ২১ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ টাকার, সী পার্লের ১৯ লাখ ৬৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৯ লাখ ২৫ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ৩৫ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭ লাখ ১০ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৯ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৭ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭ হাজার টাকার, এমবি ফার্মার ৬ লাখ ২৪ হাজার টাকার, আমান ফিডের ১২ লাখ ২৮ হাজার টাকার এবং আমান কটনের ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:৪৬/২১/৯/২০