ডিএমপির মিডিয়ার এডিসি হলেন ইফতেখায়রুল ইসলাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২১ ১৯:১১:২৬
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হয়েছেন ইফতেখায়রুল ইসলাম। তিনি মিরপুর বিভাগের পল্লবী গোয়েন্দা (ডিবি) জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
এর আগে ইফতেখার ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও মিডিয়া সেন্টারের এসি হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পুলিশি সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হয়েছেন।
এছাড়াও ডিএমপি কমিশনারের অফিস আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমানকে পল্লবী ডিবির জোনাল টিমে বদলি করা হয়েছে।
সানবিডি/এনজে