প্রথমবারেই বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা
আপডেট: ২০১৫-১২-১৫ ২২:৩৯:১৪
প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেই শিরোপা জিতে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির নেতৃত্বে ৩ উইকেটে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাশরাফিরা। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের অর্ধশত রানের ঝড়ো ইনিংসে প্রথমেই সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় কুমিল্লা। ৩৭ বলে ৫৪ রান করেছেন ইমরুল কায়েস। এছাড়া আহমেদ শেহজাদ ২৪ বলে ৩০ রান করেছেন।
আর শেষদিকে অলোক কাপালির ২৮ বলে ৩৯ রানের সাহসী ইনিংস জয়ের বন্দরে পৌঁছে দেয় মাশরাফি বাহিনীকে। বরিশালের পক্ষে ২ টি উইকেট নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ, ২টি কেভন কুপার ও মোহাম্মদ সামি নেন ১ টি উইকেট।
এরআগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৫৬ রান সংগ্রহ করে বরিশাল। মাহমুদুল্লাহ ও শাহরিয়ার নাফিসের ৮১ রানের জুটিতে ভর করে এই চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় বরিশাল।