১ অক্টোবর শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৩ ০৯:৩০:২১
চলতি বছরের ১ অক্টেবর থেকে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি বিকেএসপিতে শুরু হবে ।
তাদের এই প্রস্তুতিকে সামনে রেখে মঙ্গলবার ঢাকায় এলেন কন্ডিশনিং কোচ রিচার্ড স্টয়নার। এর আগে এসেছেন দলের প্রধান কোচ শ্রীলংকার সাবেক খেলোয়াড় নাভিদ নওয়াজ। এর আগে বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প শেষ হয়েছে।
১ অক্টোবর শুরু হওয়া ক্যাম্প তত্ত্বাবধান করবেন নাভিদ। এই ক্যাম্প দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি।