কেয়া কসমেটিকসকে এজিএমের অনুমতি দিল আদালত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৩ ১১:০৬:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছেন আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি এজিএম করতে বিলম্বিত হওয়ার বিষয়টি শুনানীর পর ক্ষমা করে দিয়েছে আদালত। একই সাথে ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) করার অনুমতি দিয়েছেন আদালত।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এজিএমের তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:০৬/২৩/৯/২০