সামদ্রিক জ্বালানি বিক্রি করবে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৩ ১৬:০৪:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড শুল্কমুক্ত সামদ্রিক জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) রেগুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করবে কোম্পানি দুইটি। পদ্মা অয়েল কোম্পানিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। উক্ত পণ্য বিক্রয়ের বিপরীতে কোম্পানি ২টি লিটার প্রতি ০.৫৫ টাকা হারে মার্জিন প্রাপ্য হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:০৪/২৩/৯/২০