জিম্বাবুয়ে পাকিস্তান সফর সূচি

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৩ ১৬:৩১:২৭


করোনা শেষ মাত্রই জিম্বাবুয়ের প্রথম সফর হবে পাকিস্তানে। আর এই সফরের জন্য সবুজ সংকেত দিয়েছে দুই দেশের সরকার। পাকিস্তান সরকার যদিও আগেই সবুজ সংকেত দিয়েছিল।

তবে অপেক্ষা ছিল জিম্বাবুয়ে সরকারের। সেটিও আজ বুধবার দেয়া হয়েছে। এমনটা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের ক্রিকেটের প্রধান তাবেঙ্গা মুকুলানি বলেন, ‘এই সফরের অনুমতি চেয়ে জিম্বাবুয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করি আমরা। তারা এতে সাড়া দিয়েছে এবং সফরের জন্য অনুমতি দিয়েছে।’

আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে রয়েছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। দুটি সিরিজের জন্য এরিমধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ২৫ সদস্যের দলও ঘোষণা করেছে।

এই তিনটি ওয়ানডে ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে আইসিসির ওয়ানডে সুপার লিগের। সূচি অনুযায়ী প্রথমে রয়েছে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৩০ অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে ১ নভেম্বর ও তৃতীয় ওয়ানডে ৩ নভেম্বর।

এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। দ্বিতীয়টি ৮ ও তৃতীয়টি ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সান বিডি/নাজমুল/০৪:৩১/২৩.০৯.২০২০