রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মোমেনের বৈঠক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৩ ২২:৫৩:২৪


মহামারির সময়ে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির পর এবার দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সৌদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন। আগামী রোববার দিনের প্রথমার্ধেই ওই বৈঠক হবে। রিয়াদ বৈঠকটি হোস্ট (আয়োজন) করছে। ঢাকা ও রিয়াদের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহী। তাঁর আগ্রহের প্রেক্ষিতেই ওই টেলিকনফারেন্সের আয়োজন করছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভ্রাতৃপ্রতীম দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের বার্নিং ইস্যুগুলোর স্টক টেকিং হওয়া ছাড়াও সম-সাময়িক বিষয়াদি নিয়ে কথা হবে।

সানবিডি/এনজে