বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিল সৌদি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৪ ০৭:৫৭:৩৯
ফ্লাইট পরিচালনা নিয়ে সৌদি আরবের সাথে জটিলতার অবসান ঘটেছে। বাংলাদেশ বিমানকে দেশটিতে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব। একইভাবে বাংলাদেশও সৌদি এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। ফলে সৌদি আরবে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীরা এখন নিজ কর্মে যোগ দিতে যেতে পারবেন। বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যে সকল সৌদি ফেরত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা আগামী রোববার ঢাকার সৌদি দূতাবাসে গিয়ে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর চলতি আরবি মাসের ২৪ দিন পর্যন্ত নিয়োগকর্তার (কফিল) কাছ থেকে আকামার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন প্রবাসীরা।
রোববার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রবাসীরা সৌদি আরবে যেতে পারবেন। দেশটিতে তাদের দরজা খুলে গেছে। এতদিন বিমান বন্ধ ছিল। তারা এখন বিমানকে অনুমোদন দিয়েছে।
ভিসা ও ইকামার মেয়াদ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অধিকাংশেরই ভিসা আছে। ১০০ জনের মধ্যে ছয়জনের হয়তো ভিসার মেয়াদ শেষ। তারা (সৌদি আরব) বলেছে, ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে। এর কোনো সময়সীমা নেই। রোববার কার্যক্রম চালু করবে সৌদি দূতাবাস। সেখানে গেলে ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে। ইকামা নিয়ে সৌদি জানিয়েছে, এ সময় কারো যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, আরবি চলতি মাসের যে ২৪ দিন বাকি রয়েছে, তার মধ্যেই ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়টি তারা গ্রহণ করবে।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট নয়, বরং চলমান বিশেষ ফ্লাইটেই সৌদিগামী যাত্রীদের বহন করা হবে। সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসেও লকডাউনের কারণে সৌদি ফিরতে পারেননি এমন কিছুসংখ্যক প্রবাসীকে সেদেশে ফেরাতে আরো দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এ ফ্লাইট দুটি পরিচালনা করবে।
১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকিটধারী যাত্রীদের এ ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেই সঙ্গে নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসটি। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করছে তারা।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা-রিয়াদে) বিশেষ ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।
সানবিডি/এনজে