স্বর্ণের দাম সর্বোচ্চ ৬ শতাংশ কমেছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৪ ০৮:৩৫:২৫


বৈশ্বিক ‍বাজারে বুধবার মূল্যবান ধাতু স্বর্ণের দাম আগের দিনের তুলনায় সর্বোচ্চ ৬ শতাংশ কমেছে।এর মধ্য দিয়ে মূল্যবান ধাতুটির দাম ছয় সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাজারে বুধবার দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৭ ডলার ৩৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কম।

দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৭৩ ডলার ১ সেন্টে নেমে এসেছিল। ১২ আগস্টের পর এটাই মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রের বাজারে এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৮৮৫ ডলার ৬০ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম। মুদ্রাবাজারে ডলারের তুলনামূলক শক্তিশালী অবস্থান স্বর্ণের দরপতন ঘটিয়েছে।

দিন শেষে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ২৩ ডলার ৬২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কম। দিনের শুরুতে ধাতুটির দাম আউন্সপ্রতি ২৩ ডলার শূন্য ৪ সেন্টে নেমেছিল।

সানবিডি/এনজে