করোনাক্রান্ত বাহাউদ্দিন নাসিমের রোগমুক্তি কামনায় নোবিপ্রবিতে দোয়া-মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-০৯-২৪ ১৬:১৭:৪৮


বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ইন্সটিটিউটের সাবেক সভাপতি ও মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের রোগমুক্তি কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তিনি করোনাক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) জোহরের নামাজ শেষে নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান করা হয়।। নোবিপ্রবি কৃষিবিদ পরিবার কতৃর্ক আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক, ফিসারীজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক কৃষিবিদ ড. আব্দুল্লাহ-আল মামুন, কৃষিবিভাগের সহকারী অধ্যাপক কৃষিবিদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি শাখায়েত হোসেন।

দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।

সান বিডি/নাজমুল/৪:১৭/২৪.০৯.২০২০