শেয়ার দর পতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৪ ১৬:১৬:৪৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৫০ বারে ১৭ লাখ ২ হাজার ২০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওসমানি গ্লাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৯ বারে ৩৪ হাজার ৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিঙ্গার বিডির দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮১০ বারে ৬ লাখ ৫৬ হাজার ৯২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৩ দশমিক ৫০ শতাংশ, হাক্কানী পাল্পের ৩ দশমিক ৪৭ শতাংশ, পপুলার লাইফের ৩ দশমিক ৪৭ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩ দশমিক ৩৩ শতাংশ, মুন্নু সিরামিকের ৩ দশমিক ০৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩ দশমিক ০৫ শতাংশ ও ইস্টার্ণ ক্যাবলসের ২ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:১৬/২৪/৯/২০