ইরাব সভাপতি সাব্বির, সা.সম্পাদক সুমন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৪ ১৮:১০:৩৩


দেশের শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার শরিফুল ইসলাম সুমন।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে সংগঠনের বাৎসরিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে এই কমিটি গঠন করা হয়।

বার্ষিক এই সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মুসতাক ।

অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি নিযামুল হক (ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), কোষাধ্যক্ষ ফারুক হোসাইন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক সোলাইমান সালমান (ডেইলি সান), , প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল রুহানী (দৈনিক দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফ সুজন (দৈনিক বণিক বার্তা), তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুরাদ হোসাইন (জাগো নিউজ)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মোশতাক আহমেদ (যুগান্তর), ইসমাইল হোসাইন (বাংলা নিউজ) এবং তানিয়া আক্তার (ঢাকা টাইমস)।

সানবিডি/এনজে