শেয়ার দর পতনের শীর্ষে কারখানা বন্ধ ঘোষণা করা রিং শাইন টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৭ ১৬:৪৫:৩৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৭ বারে ১৯ লাখ ৮৬ হাজার ৮৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলা মিয়া কটনে শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৪ বারে ৪০ হাজার ৪৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্রাক্টরিজের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৯ বারে ৪ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইসিবি ইসলামিক ব্যাংকের ৭ দশমিক ৩১ শতাংশ, আরামিট সিমেন্টের ৬ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৭ শতাংশ, ইনটেকের ৫ দশমিক ৬২ শতাংশ, নর্দার্ণ জুটের ৫ দশমিক ৪৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪৫ শতাংশ এবং মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর ৫ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:৪৫/২৭/৯/২০