২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-২৭ ১৭:৩২:২৯
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১৬১ জন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬৮৫টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৫ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৫:৩২/২৭.০৯.২০২০