ডিএসইর মূলধনের চার ভাগের এক ভাগ চার কোম্পানির
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৮ ০৭:২০:০৪
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) বাজার মূলধনের চার ভাগের এক ভাগ চার কোম্পানির দক্ষলে। অর্থাৎ বাজারের ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এক চতুর্থাংশ বা ২৫ শতাংশ চারটি কোম্পানির। বাকি ৭৪ দশমিক ৭০ শতাংশ ৩৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মূলধন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ চারটি কোম্পানির মধে রয়েছে, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও পুঁজিবাজারে নতুন তালিকা ভূক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
উল্লেখ্য, একটি কোম্পানির বাজার মূলধন দেখে তার ভবিষ্যৎ সম্ভাবনাগুলো উপলব্ধি করা যায়। যার ওপর ভিত্তি করে ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন বিনিয়োগকারীরা।
সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ২৫৫ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা। বাজার মূলধনের চার ভাগের এক ভাগ অর্থাৎ ১০০ শতাংশের ২৫ শতাংশই এ চার কোম্পানির। এ চার কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ বা ১ লাখ ১৫ হাজার ৮৬ কোটি ৭ হাজার টাকা।
বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজারে (ডিএসই) সবচেয়ে বেশি বাজার মূলধন রয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির সর্বশেষ শেয়ার প্রতি লেনদেন হয়েছে ৩৩১ টাকা ৯০ পয়সা। যার ফলে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৬২ কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ শেয়ার প্রতি লেনদেন হয়েছে ১ হাজার ১১৭ দশমিক ৭০ টাকা । সে অনুযায়ী কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ১৭৮ কোটি টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ শেয়ার প্রতি লেনদেন হয়েছে ২০৬ টাকা ২০ পয়সা। যার ফলে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৯ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা।
চতুর্থ অবস্থানে রয়েছে প্রকৌশ খাতের পণ্য উৎপাদনের মাধ্যমে দেশে-বিদেশের মানুষের মন জয় করা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তালিকাভুক্ত হয়ে লেনদেন প্রথম দিনই বাজিমাত করেছে কোম্পানিটি। প্রযুক্তি পণ্য উৎপাদনের মাধ্যমে দেশে-বিদেশের মানুষের মন জয় করার পর এবার প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার প্রতি লেনদেন হয়েছে ৬০৯ টাকা ৫০ পয়সা। কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ১৭৬ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/ঢাকা/এসআই ১৯:৪৬;২৭/৯/২০২০