পুরো পুঁজিবাজারকে অটোমেশনে আনতে কাজ করছে বিএসইসি: সাইফুর রহমান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-২৮ ১৭:২১:১২
পুরো পুঁজিবাজারকে অটোমেশনে আনতে বিএসইসি কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সাইফুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘ই-ভোটিং অ্যান্ড ই-গভর্নেন্স: বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সেমিনারটি আয়োজন করে।
তিনি বলেন, বিএসইসিতেও অটোমেশনের জন্য পুরো দমে কাজ চলছে। শিগগিরই বিএসইসিতে অটো মেশনের মাধ্যমে কাজ পরিচালিত হবে। বাংলাদেশ সরকার আগে থেকেই ই- গভর্নেন্স শুরু করেছে। কিন্তু পুঁজিবাজারে ই-গভর্নেন্স এখনো ঠিকভাবে আসেনি। তবে আগে থেকেই পুঁজিবাজারে ডিজিটালাইজেশন শুরু হয়েছে।
মো. সাইফুর রহমান বলেন, বর্তমান কমিশন ডিজিটাল অটোমেশনের অংশ হিসেবে কোম্পানিগুলোকে ডিজিটাল প্লাটফর্মে এজিএম করার অনুমতি দিয়েছে। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতে যেমন ই- ভোটিং চালু করেছে বিএসইসি। ভবিষ্যতে পুঁজিবাজারের সকল কোম্পানিকে ই-ভোটিংয়ের আওতায় নিয়ে আসা হবে। এতে করে পুঁজিবাজারের সমস্যা গুলো ক্রমান্বয়ে কমে আসবে।
তিনি আশা প্রকাশ করেন, ই-গভর্নেন্সের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।
বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।