ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৮ ১৭:২৯:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৬০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি এডিশনাল টিয়ার-১ (টি-১) এর মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন করে বন্ড ইস্যু করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির পরেই বন্ড ইস্যু করবে ব্যাংকটি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৭:২৯/২৮/৯/২০