প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রুপালী ব্যাংকে দোয়া মাহফিল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৮ ২২:৩৪:৩৩


বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রূপালী ব্যাংক।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজিত হয়।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এই দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সিবিত্র নেতা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে/১০:৩৪/২৮.০৯.২০২০