স্বাভাবিক লেনদেন করতে পারবে ইভ্যালি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৯ ০৭:২৫:৩৬


অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির অ্যাকাউন্ট স্থগিত রাখার মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ফলে ইভ্যালির স্বাভাবিক লেনদেন করতে আর বাধা নেই।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা রাজী হাসান জানিয়েছেন, ‘আমরা নতুন করে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের স্থগিতাদেশ বৃদ্ধি করিনি। প্রতিষ্ঠানটির ব্যাপারে কিছু অভিযোগ ছিল, সে কারণে আমরা খতিয়ে দেখার উদ্দেশে ৩০ দিন স্থগিত করেছিলাম। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়েছি এবং প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের স্থগিতাদেশও বৃদ্ধি করিনি।’

গত ২৭ আগস্ট বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইভ্যালির অ্যাকাউন্ট স্থগিতাদেশের চিঠি পাঠিয়েছিল ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি ইস্যুর তারিখ হতে ৫ কার্যদিবসের মধ্যে ইভ্যালি এবং ইভ্যালির এমডি ও সিইও এবং চেয়ারম্যানের অ্যাকাউন্টের যাবতীয় লেনদের বিস্তারিত চেয়েছিল তারা।