৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৯ ১৩:০৮:১৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৪০০ কোটি টাকার সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। ব্যাংকটি এডিশনাল টিয়ার-১ (টি-১) এর মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন করে বন্ড ইস্যু করবে।

এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ লাখ টাকা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৭ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। কোম্পানিটির ইজিএম ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:৪২/২৯/৯/২০