ইসলামী ব্যাংকের নতুন ৪ শাখার ‍উদ্বোধন  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৯ ২১:৫৫:১৭


দেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চারটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের ৩৫৮, ৩৫৯, ৩৬০ ও ৩৬১তম শাখা হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা, চট্টগ্রামের খুলশী, জয়পুরহাটের কালাই ও ঢাকার আশুলিয়ায় শাখাগুলোর উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ চার শাখা উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট চার শাখা প্রাঙ্গনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে যুক্ত হন।

সানবিডি/এনজে/৯:৫৫/২৯.০৯.২০২০