সুয়ারেজের পর মেসিকেও অ্যাথলেটিকোয় স্বাগত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-৩০ ১০:২৮:২৮
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন লুইস সুয়ারেজ। ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করতে হওয়ায় শত্রু শিবির অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। চলতি মৌসুম শেষে বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসিরও। চায়লে তিনিও অ্যাথলেটিকোয় যোগ দিতে পারেন বলে উল্লেখ করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী এনরিকে সেজেরো।
বন্ধু সুয়ারেজকে অসম্মানের সঙ্গে বার্সা ছাড়তে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মেসি। তার এভাবে চলে যাওয়া প্রাপ্য নয় বলেও উল্লেখ করেছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। আবার অ্যাথলেটিকোর জার্সিতে উরুগুয়ে স্ট্রাইকারকে ভালো দেখাবে না বলেও উল্লেখ করেছেন।
সংবাদ মাধ্যম ক্যাডেনা কোপেকে এ নিয়ে সেজেরো বলেছেন, ‘মেসি যদি সুয়ারেজের সঙ্গে খেলতে চান, আমি তাকে সেটাই বলবো যেটা বলা উচিত। আগামী ক্রিস্টম্যাসে তাকে এখানে আসতে বলবো। ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। সুয়ারেজের সঙ্গে আমাদের চুক্তির সবটাই বেশ ভালোভাবেই পার হয়েছে।’
চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা নানান ঝামেলার মধ্যে দিয়ে গেছে। লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়া। তাকে ক্লাবে থাকতে বাধ্য করা। তা নিয়ে মেসির ক্ষোভ। লুইস সুয়ারেজ-আর্তুরো ভিদাল-ইভান রাকিটিচদের ক্লাব ছেড়ে যাওয়া। নতুন কোচ কোম্যানের প্রতি বেশ ক‘জন খেলোয়াড়ের আস্থা হারানো। বার্সা প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের পদত্যাগের দাবি। তবে মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে সেসব অনেকটাই পেছনে ফেলে দিয়েছে বার্সা।
সানবিডি/এনজে/১০:২৮/৩০.০৯.২০২০