মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-৩০ ১৬:০২:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা ৪৬ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা সুভ্রত নারায়ন রায় তার কাছে থাকা ৯৬ লাখ ৬০ হাজার শেয়ারের মধ্যে থেকে ৪৬ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

কোম্পানিটির উদ্যোক্তা সুভ্রত নারায়ন রায় তার স্ত্রী মিসেস হেনা শ্রী রায়কে ২৩ লাখ ৩০ হাজার এবং তার ছেলে সৌরভ রায়কে ২৩ লাখ ৩০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তাকে ঘোষণাকৃত এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০২/২৯/৯/২০