স্টেইকহোল্ডারদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে বিআইসিএম ও ডিএসই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-৩০ ২০:০১:৩৫
পুঁজিবাজারের উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও একমাত্র সরকারী প্রশিক্ষণ প্রধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) একত্রে কাজ করতে চায়। আজ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক ও বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এই বিষয়ে একমত হয়েছেন। ডিএসইর প্রধান কার্যালয় নিকুঞ্জে মত বিনিময় করেন তারা।
এ সময়ে-ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার, ডিজিএম শফিকুর রহমান,বিআইসিএমের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ এবং নির্বাহী প্রেসিডেন্ট এর একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন মিথীলাসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, আজকে ডিএসইর এমডির সাথে আমার সৌজন্য সাক্ষাৎ ছিলো। আমরা পুঁজিবাজারের স্টেইকহোল্ডারদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করার বিষয়ে আলোচনা করেছি। বিআইসিএম ও ডিএসই যৌথভাবে কিছু কাজ করার জন্য একমত হয়েছি। পুঁজিবাজারের উন্নয়নে আমরা কাজ করতে চাই।