বি ক্যাটাগরিতে ফিরছে ইউনিয়ন ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০১ ০৮:১৫:৩২


ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। একই সাথে কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠা আরও জোরদার করার জন্য দুই জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন সূত্র জানিয়েছে, জেড ক্যাটাগরির নতুন নির্দেশনার পর কোম্পানিটি বি থেকে জেডে চলে গেছে। পরে কোম্পানির সাথে আলোচনা করে কমিশন আগের জায়গায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্র মতে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট গর্ভন্যান্স যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কোম্পানিটিতে দুই জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

সূত্র মতে,ইউনিয়ন ক্যাপিটালের সাথে কমিশনের আলোচনা হয়ে। আলোচনায় ইউনিয়ন ক্যাপিটাল তাদের পরিকল্পনা ও সার্বিক বিষয় পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি নতুন অর্ডার অনুযায়ী ‘জেড’ক্যাটাগরি হতে উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ কোম্পানি কর্তৃক কর্পোরেট গর্ভন্যান্স কোড পরিপালন ও কোয়ার্টালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাখিল সংক্রান্ত কিছু ব্যত্যয় পরিলক্ষিত হয়।

সার্বিক বিবেচনায় ইউনিয়ন ক্যাপিটালের কর্পোরেট গর্ভন্যান্স কোড যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কমিশন দুইজন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ