চাঙ্গা এশিয়ার পুঁজিবাজার

প্রকাশ: ২০১৫-১২-১৬ ১৭:১৬:২৪


asian-share-600x371মার্কিন সুদের হার বাড়তে যাচ্ছে- এমন জোরালো সম্ভাবনাকে সামনে রেখে আজ বুধবার এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংক ফেড আশা করছে, ২০০৬ সালের জুনের পর এবার প্রথমবারের মতো সুদের হার বাড়তে যাচ্ছে।

বিবিসির এক খবরে বলা হচ্ছে, জাপানের নিক্কেই সূচক এদিন ২.৬১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৪৯.৯১ পয়েন্টে শেষ হয়; যা দুই মাসের বেশি সময়ের মধ্য কার্যদিবস হিসেবে সবচেয়ে বেশি।

অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স২০০ সূচক এদিন ২.৪২ শতাংশ বেড়ে যায়। ৫ হাজার ২৮.৪০ পয়েন্টে লেনদেন শেষ হয়। এর আগের মঙ্গলবার এই সূচক গত দেড় বছরে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়।

ব্যাংকিং ও পণ্যখাতে এদিন শেয়ার দর বেড়ে যাওয়ায় সিডনি মার্কেট এগিয়ে যায়। জ্বালানি খাতের কোম্পানি বিএইচপি বিলিটনের শেয়ার দর বেড়ে ৫.৬ শতাংশ পর্যন্ত। চীনের বাজারে হংকংয়ের হ্যাংসেং সূচক ২ শতাংশ ও সাংহাই কম্পোজিট সূচক ০.২ শতাংশ বেড়ে বাজার শেষ হয়। দক্ষিণ কোরিয়ায় কোসপি সূচক ১.৮৮ শতাংশ বেড়ে এদিন ১ হাজার ৯৬৯.৪ পয়েন্টে বাজার শেষ হয়।

সানবিডি/ঢাকা/এসএস