জাবির বঙ্গবন্ধু হলের ৪৩তম ব্যাচের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
প্রকাশ: ২০১৫-১২-১৬ ১৮:৫৪:৪১
‘বিজয়ের চেতনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উদ্বোধনকালে বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, বিজয়ের চেতনাকে সদা জাগ্রত করার লক্ষ্যে তোমাদের এ উদ্যোগ স্বরণীয় হয়ে থাকবে। আমি আশা করি তোমাদের এ তারুণ্য দীপ্ত উদ্যোগ সহ¯্র তরুণদের উজ্জীবিত করবে।
হল প্রাধ্যক্ষ ড. আলমগীর কবীর বলেন, তোমাদের এ সমাজ সেবামূলক উদ্যোগ অন্য ব্যাচের শিক্ষার্থীদের অনুপ্রেণিত করবে।
এ সময় হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী, সহকারী আবাসিক শিক্ষক হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা মো. আসিফ আহমেদ, আপন, সজল, আমান, সৌমিকসহ ৪৩তম ব্যাচের আব্দুর রউফ সরকার, রাজা, শাফি উল আজম, আকাশ, মো. ফিরোজ মাহমুদ সরকার, মো. আব্দুল্লাহ আল আজীম সৈকত, রাজিব, তুহিন, শামসুল আলম, শুভ, রাজিব, আব্দুল্লাহ আল কাফি, সজিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।