৪১ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন
প্রকাশ: ২০১৫-১২-১৬ ১৯:০১:৪৫
ফোনের বাজারে আলোড়ন তৈরি করে ২০১৬ সালে আসছে নকিয়া। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি কনসেপ্ট ফোন সম্পর্কে ধারণা দিয়েছে। এদের মধ্যে একটি কনসেপ্ট ফোন নকিয়া জেনো। ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি সম্পূর্ণ স্বচ্ছ। এতে আরও চমক রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা হবে ৪১ মেগাপিক্সেলের।
গ্লাস বডিতে তৈরি এই স্বচ্ছ ফোনটির ডিজাইন করেছে চীনের ডিজাইনার এনডিএস ডব্লিউ জে। ফোনটি হবে চৌকো। ওজনে ও হবে হালকা। পাতলা এটির ডিজাইন বেশ আকর্ষণীয়।
ফোনটির ৪১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় কার্ল জেসিস সেন্সর ব্যবহৃত হবে। রিয়ারে এলইডি ফ্লাশ থাকছে। এই ক্যামেরাটিতে রোটেটিং মডিউল থাকছে। ফলে এটি রিয়ার এবং ফ্রন্ট দুইভাবে ব্যবহার করা যাবে।
নকিয়া জেনো ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যানড্রয়েড। ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম। ব্যাটারি হবে ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। নকিয়ার এই ফ্লাগশিপ ফোনটি ২০১৬ সালে বাজারে আসার কথা রয়েছে।