কেয়া কসমেটিকসের ইপিএস-এনএভি কমেছে

প্রকাশ: ২০১৫-১২-১৭ ১০:২৩:৪৮


keyaসমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের ইপিএস ও এনএভি দুটিই কমেছে। তবে একই রয়েছে লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৮০ দশমিক ৭৯ শতাংশ। একইসঙ্গে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কমেছে ২০ দশমিক ৯৬ শতাংশ।

সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটি আগের বছর অর্থাৎ ২০১৪ সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ দিয়েছিল ২০ শতাংশ। শেয়ার প্রতি আয় করে ১ টাকা ৫১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ০৯ পয়সা।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।