দেশের মানুষ ও বিনিয়োগকারীর স্বার্থই আমাদের অ্যাজেন্ডা

‘৩০% শেয়ার ধারণে ব্যর্থ হলো ছাড় নেই’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৬ ০৮:০৫:০৪


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ না করলে কঠিন পরিস্থিতে পড়তে হবে। এই বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে সোমবার বিএসইসি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শিবলী রুবাইয়াত উল ইসলাম এসব কথা বলেন। ‘বিনিয়োগকারীদের সুরক্ষা’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মিজানুর রহমান এবং বিশ্বব্যাংকের পরামর্শক হোসেন সামাদ।

তিনি বলেন, বিনিয়োগ ও বিনিয়োগকারী সুরক্ষায় কাজ করছে বর্তমান কমিশন। আইন পরিপালনে ব্যর্থ হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এরই মধ্যে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকার কারণে ১৭ জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এখন ৩০ শতাংশ শেয়ার যেসব কোম্পানির থাকবে না, তারাও পার পাবে না। তাদের ভুগতে (সাফার) হবে।

বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, ‘বাজারে আমরা এ বার্তা দিতে চাই, বিনিয়োগকারীদের স্বার্থই আমাদের কাছে সবার আগে। আমাদের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই, দেশের মানুষ ও বিনিয়োগকারীর স্বার্থই আমাদের অ্যাজেন্ডা।’ তিনি আরও বলেন, ‘আমরা বাজারে ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, যদি বাজারে ভালো পরিবেশ ও সুশাসন নিশ্চিত করা যায়, তবে ভালো কোম্পানি বাজারে আসতে উৎসাহিত হবে।’

বিএসইসির সর্বশেষ আগস্ট মাসের তথ্য অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪১ কোম্পানির উদ্যোক্তা–পরিচালকদের হাতে সম্মিলিতভাবে নিজ নিজ কোম্পানির ৩০ শতাংশ শেয়ার নেই।

আরও পড়ুন:

৩০% শেয়ার ধারণেন সময় শেষ ২৭ অক্টোবর

৩০% শেয়ার ধারণ করেছে তিন কোম্পানির পরিচালকরা 

৩০% শেয়ার ধারণ নিয়ে বিএসইসির আল্টিমেটাম

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ