মেসির কিডনিতে পাথর: খেলছেন না ক্লাব বিশ্বকাপ
প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৬:৪২:৪৪
কিডনিতে পাথর ধরা পড়ায় ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে খেলা হবে না বার্সেলোনা প্রাণ ভ্রোমরা লিওনেল মেসির। খবর দ্য গার্ডিয়ান। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে গুয়াংজু এভারগ্রান্ডের মুখোমুখি হবে বার্সা।
২০০৯ এবং ২০১১ সালে ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করে বার্সা। তৃতীয় শিরোপার লক্ষ্যে আজ জাপানের আন্তর্জাতিক স্টেডিয়াম ইয়াকোহামাতে চীনের ওই ক্লাবের মুখোমুখি হবে বার্সা।
ক্লাবের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, চারবার ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি রেনাল কলিক নামে এক অসুখে আক্রান্ত। এই অসুখ সাধারণত কিডনিতে পাথর হলে হয়। আর এসময় পেটে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। পরবর্তী মেডিকেল টেস্টের ওপর নির্ভর করছে অন্য ম্যাচগুলোতে খেলা না খেলা।
এদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ইঞ্জুরিতে থাকায় এ ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে সংশয়।