ইসলামী ব্যাংকের এসএমই বিনিয়োগে সফল নাটোরের গোলাম নবী
প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৯:৪৪:৪২
নাটোরের গোলাম নবী। লেখা-পড়ায় খুব বেশি অগ্রসর হতে না পারলেও বড় হওয়ার স্বপ্ন ছিল তার। ১৯৯৪ সালে সামান্য পুজিঁ নিয়ে নিজ উদ্যোগে শুরু করেন মৎস চাষ। প্রথমে মাছের পোনা উৎপাদন দিয়ে শুরু করেন তার ব্যবসা। সেসময় মৎস্য চাষে নাটোর সদর থানার কৃষকদের মাঝে তেমন আগ্রহ ছিল না। তবু থেমে থাকেননি গোলাম নবী।
আর্থিক সংকটের মধ্য দিয়ে ধীরগতিতে চলছিল তার পোনা উৎপাদন ও মৎস্য চাষ।
এমন সময় বিনিয়োগ সুবিধা নিয়ে তার পাশে দাঁড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নাটোর শাখা। গোলাম নবীর ব্যবসায়িক বুদ্ধিমত্তা, কর্মোদ্দীপনা ও দূরদর্শিতা বিবেচনা করে ব্যাংক প্রাথমিকভাবে তাকে ২ লাখ টাকার বিনিয়োগ প্রদান করে। সেই তার পথ চলা শুরু। তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
বিনিয়োগের টাকায় তিনি ৬-৭ বিঘার কয়েকটি পুকুর লিজ নিয়ে তার ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করেন। এখন তিনি ব্যাংকের একজন বড় বিনিয়োগ গ্রাহক। বর্তমানে তার প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ১ কোটি ৮৬ লাখ টাকা।
তিনি নিজস্ব পুকুরসহ প্রায় ৩ শ’ বিঘা জলাভূমিতে মাছের চাষ করছেন। উন্নত ও নতুন নতুন জাতের মাছের সংমিশ্রণে তার পুকুরগুলো সমৃদ্ধ। তার মাছের পোনার চাহিদা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তার মাছের খামারে প্রায় ১ শত জন কর্মী কাজ করছে নিয়মিতভাবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আরো কয়েক হাজার বেকার মানুষের। গোলাম নবীর মৎস চাষের সাফল্যে আগ্রহী হয়ে অনেক শিক্ষিত যুবকও এ পেশায় এগিয়ে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের পুষ্টির যোগান দিচ্ছে এ মৎস খাত। আর এ ধরণের গণমূখী ও জীবনমূখী উদ্যোগের প্রসার ও উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক।
গোলাম নবীর মত দেশের ৬৩ হাজার উদ্যোক্তাকে এসএমই বিনিয়োগ প্রদান করেছে এ খাতের সর্ববৃহৎ এ ব্যাংক। এসএমই বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যার উল্লেখযোগ্য অংশ শিক্ষিত বেকার যুবক ও অসহায় নারী। সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত এসএমই খাতে এ ব্যাংকের বিনিয়োগের পরিমাণ সাড়ে ১৮ হাজার কোটি টাকা যা দেশের মোট এসএমই বিনিয়োগ বিতরণের ২৭ শতাংশ। এসএমই’র মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে বেসরকারী খাতের বৃহৎ এ ব্যাংকটি।
দেশের উন্নয়নের ইঞ্জিন হিসেবে বিবেচিত এসএমই খাতের উপর বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প, ক্ষুদ্র শিল্প বিনিয়োগ প্রকল্প, ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ প্রকল্প, প্রবাসী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্পের মত বেশ কিছু এসএমই প্রোডাক্ট চালু করেছে। পল্লী উন্নয়ন প্রকল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে এ ব্যাংক তৃণমূল পর্যায় থেকে উদোক্তা সৃষ্টি এবং পর্যায়ক্রমে তাদেরকে এসএমইতে উন্নীত করছে। খাদ্য, কৃষিজাত, মৎস, পোলট্রি, চামড়া, বস্ত্র, হস্তশিল্প, ইলেক্ট্রনিক্স, পুন:প্রক্রিয়াজাতকরণ, আমদানি ও রপ্তানি খাতসহ পাইকারি ও খুচরা ব্যবসা, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্ট, ইনফরমেশন টেকনোলজি, হোটেল ও রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ইত্যাদিতে অগ্রাধিকার ভিত্তিতে এসএমই বিনিয়োগ প্রদান করা হয়। দেশব্যাপী ইসলামী ব্যাংকের সকল শাখায় এসএমই সেবা ও বিনিয়োগ দেয়া হয়