কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৯:৫২:১১


Comillaকুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩য় কার্যনিবার্হী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক প্যানেল (নীল দল) নিরঙ্কুশ জয় লাভ করেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ পদের মধ্যে মাত্র ৩টি পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১২টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নীল দল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী (সাদা দল) প্রার্থী ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামালকে ৮৭/১৫ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু পরিষদ ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ আইনুল হক। সাধারণ সম্পাদক পদে সাদা দলের প্রার্থী ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক মো: আনোয়ার হোসেনকে ৮৮/১৬ ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন গনিত বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান খান (সহ-সভাপতি), রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিহির লাল ভৌমিক (সহ-সভাপতি), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান (যুগ্ম-সাধারণ সম্পাদক), লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন (কোষাধ্যক্ষ), বাংলা বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম (সাহিত্য- সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক), গনিত বিভাগের প্রভাষক মোহাম্মদ শফি উল্যাহ (প্রচার ও প্রকাশনা সম্পাদক)। কার্যনিবাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ এমদাদুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তী, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ নাহিদুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ খলিলুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ হাসান হাফিজুর রহমান।

শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১১জন শিক্ষক। আগামী বছরের ১ জানুয়ারি সদ্য নির্বাচিত কার্যনিবার্হী পরিষদকে দায়িত্ব তুলে দেবে বর্তমান কার্যনিবার্হী পরিষদ জানান তিনি।