সপ্তাহের ব্যবধানে কমেছে উভয় পুঁজিবাজারে সূচক ও মূলধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ১৮:৫১:০৪


গেলো সপ্তাহে দেশের উভয পুঁজিবাজারের মূলধনের পাশাপাশি কমেছে সব গুলো সূচক।তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসইর) মধ্যে মূলধন কমার দিক থেকে এগিয়ে ডিএসই।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের প্রথম দিকে ডিএসইর মূলধন ছিলো ৪ লাখ ৩ হাজার ৩৯৫ কোটি ৫২ লাখ ৮৮ হাজার টাকা। যা সপ্তাহের শেষ দিকে ৩ হাজার ৭২১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা কমে অবস্থান করছে ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা। এরই মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার (ডিএসই) বাজার মূলধন ৪ লাখ কোটি টাকা হতে আবার ৩ লাখ কোটি টাকাতে নেমে এসেছে।

গত এক সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১৬.৯৭ পয়েন্টে। গত সপ্তাহের প্রথম দিকে ডিএসইএক্স এর সূচক ছিলো ৪ হাজার ৯৯৫.৩২ পয়েন্টে।

এ সময়ে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ১৭.৮২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪১.৩৪ পয়েন্ট।

অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সপ্তাহের প্রথম দিকে বাজার মূলধন ছিলো ৩ লাখ ৩৪ হাজার ৮৪৪ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকা । যা গত এক সপ্তাহের ব্যবধানে ৪৮৪ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা বেড়ে বর্তমানে অবস্থান করছে ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি ৩৫ লাখ ৬ হাজার টাকা।

গত এক সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ হাজার ২৮৭ পয়েন্ট থেকে ২৫৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজা ২৯.৫০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৮ হাজার ৫৭৫.৪৮ পয়েন্ট থেকে ১৫২.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪২৩.৩৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ হাজার ২৮.৮৭ পয়েন্ট থেকে ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২.৩৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১ হাজার ৮৭০.৫৯ পয়েন্ট থেকে ২৫২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬১৭.৯৪ পয়েন্টে। সিএসআই সূচক ৯২৩.৮৬ পয়েন্ট থেকে ১৯.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৪.০৮ পয়েন্টে। সপ্তাহ শেষে ডিএসইর এবং সিএসই উভয় পুঁজিবাজার বাজার মূলধনের পাশাপশি কমেছে সব গুলো সূচক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৮:৪৯/৮/১০/২০