রিটার্নে বিশ্বসেরা বাংলাদেশের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১২ ০৭:৪২:৩২


আরও একটি রেকর্ড করলো শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশন। এবার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সকল দেশকে পেছনে ফেলে রিটার্নের দিক থেকে বিশ্বসেরার পুঁজিবাজারে তালিকায় বাংলাদেশ। ফ্রন্টিয়ার জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রন্টিয়ার জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে বাংলাদেশের বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ২৪ দশমিক ৪ শতাংশ, পাকিস্তান ১৯ দশমিক ৪ শতাংশ এবং শ্রীলঙ্কা ১৭ দশমিক ০ শতাংশ। এর আগে গত আগস্ট মাসেও বিশ্বের সেরা হয়েছিলো বাংলাদেশের পুঁজিবাজার।

বাজার সংশ্লিষ্টদের মতে,নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য কাজ করছে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশন। কমিশন এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহযোগিতা করেছে। ফলে বাজারমুখী হয়েছে বিনিয়োহকারীরা। সক্রিয় হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশী বিনিয়োগকারীদের অব্যাহত বিক্রয় সত্ত্বেও দেশীয় বিনিয়োগকারীদের নেতৃত্বে ইতিবাচক প্রতিফলন ঘটায়। এ উন্নতির কারন হিসেবে চিহ্নিত করা হয়েছে, অত্যন্ত আকর্ষণীয় মূল্যায়ন, স্বল্প সুদের হার, রফতানি ও রেমিটেন্সে বড় ধরনের অবদান রেখেছে।

সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নির্দেশ

তামাদি পলিসি নিয়ন্ত্রণে উদ্যোগ নিল আইডিআরএ 

মীর আক্তারের কাট অব প্রাইজ ৬০টাকা 

নির্ভয়ে বিনিয়োগকারীদের বাজারে আসার অনুরোধ 

এফডিআরের বিকল্প হবে মিউচ্যুয়াল ফান্ড: বিএসইসি চেয়ারম্যান

কনসুলেটেড কাস্টমার হিসাবের উপর নজর দিতে হবে

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ