গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: ২০১৫-১২-১৯ ১০:৫১:১৭
রাজধানীতে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে এমন ঘটনা ঘটেছে। আত্মহত্যা চেষ্টাকারী যুবকের নাম মানিক শিকদার (২৬)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুরের সোবহান শিকদারের ছেলে। ঢাকায় তিনি মোহাম্মদপুর কাদেরিয়া মাদরাসা রোডের একটি বাসায় বাবা-মার সঙ্গে থাকতেন। সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় একটি দোকানে কাজ করেন বলেও জানা গেছে।
মানিক শিকদারের বাবা জানিয়েছেন, তার ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। গতকাল রাতে নিজে নিজে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দিলে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢামেকে রাত সোয়া ১১টার দিকে ভর্তি করানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং শ্বাসনালী পুড়ে গেছে। অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে এখন এইচডিইউ’তে (হাই ডিপেন্ডেন্ট ইউনিট) ভর্তি করানো হয়েছে।