জিপিএইচ ইস্পাতের রাইটের প্রস্তাব অনুমোদন ইজিএমে

আপডেট: ২০১৫-১০-০১ ১১:২৬:৩০


GPH-Ispat-EGM

প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড ব্যবসা সম্প্রসারণ করতে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার ইস্যু করে নতুন তহবিল সংগ্রহ করবে। এ তহবিল ব্যবহারে বাড়বে কোম্পানির উৎপাদন ক্ষমতা।

শিগগিরই কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে রাইট শেয়ারের আবেদন জমা দেবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

জিপিএইচ ইস্পাত ৩ অনুপাত ২ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান ২ টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩ টি রাইট শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। রাইট শেয়ারের জন্য অভিহিত মূল্যের সাথে ৪ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। অর্থাৎ ১৪ টাকা করে শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে  ২৬১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে জিপিএইচ ইস্পাত।

এর আগে ৩০ মার্চ ১০ টাকা প্রিমিয়ামে ১ অনুপাত ১ হারে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয় জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ। পরে প্রস্তাব সংশোধন করে ১০ টাকার পরিবর্তে ৪ টাকা প্রিমিয়াম প্রস্তাব করা হয়। তবে সংগৃহীতব্য তহবিলের আকার ঠিক রাখতে বেশি সংখ্যক শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়। এ প্রস্তাবই আজ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

সভায় কোম্পানির অনুমোদিত মূলধন আড়াইশ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাবেও সম্মতি দেন শেয়ারহোল্ডাররা।

ইজিএমে কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির জানান, কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়াতে বাড়তি মূলধন প্রয়োজন। এ জন্য রাইট শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে।  এতে কোম্পানি ভিত্তি আরও জোরালো হবে।

তিনি বলেন, সম্প্রসারণে পর কারখানার বার্ষিক বিলেট উৎপাদন ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১০ লাখ ৮ হাজার মেট্রিক টন হবে। অন্যদিকে এম. এস রড উৎপাদনের ক্ষমতা ১ লাখ ২০ হাজার থেকে বেড়ে হবে ৭ লাখ ৬০ হাজার টন।

তিনি আরো বলেন, দিন দিন ইস্পাতের ব্যবহার ও চাহিদা বাড়ছে। এই বর্ধিত চাহিদা পূরণের প্রস্তুতি নেওয়া খুব জরুরী। বাংলাদেশে  শিল্পায়ন,  অবকাঠামোগত উন্নয়ন, বহুতল ভবন ও ফ্লাইওভার সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে ইস্পাতের ব্যবহার অত্যাবশ্যক।

আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজিএমে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, পরিচালক মোঃ আব্দুর রউফ, মোঃ আশরাফ্জ্জুামান, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ সালেহ জহুর, মোঃ বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক, প্রধান অর্থ কর্মকর্তা কামরুল ইসলাম এবং সচিব আরাফাত কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।