চলে গেলেন খেয়ালী

প্রকাশ: ২০১৫-১২-১৯ ১৬:০৫:৩১


kheliনা-ফেরার দেশে চলে গেলেন চ্যানেল আই সেরাকণ্ঠ সঙ্গীতশিল্পী খেয়ালী কর্মকার। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খেয়ালীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীতাঙ্গনে।

২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন খেয়ালী। সেবারের আয়োজনে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন এই সঙ্গীতশিল্পী।

খেয়ালীর ভাই অতনু কর্মকার বলেন, ‘১৬ তারিখের দিনগত রাতে বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে তাকে হলি ফ্যামেলি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিওতে স্থানান্তর করেন। ১৭ তারিখ তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরদিন ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। শরীর হঠাৎ কেন খারাপ হলো এ সম্পর্কে কোন বিশেষ কারণ নেই বলে ডাক্তার আমাকে বলেছেন। খেয়ালীর সংকার করা হয়েছে গতকাল (১৮ ডিসেম্বর) রাজারবাগ শশ্বানঘাটে’।

মুন্সীগঞ্জের মেয়ে খেয়ালী কর্মকার। চার বছর বয়স থেকে গানের দীক্ষা নিয়েছেন তিনি। তার গানের ওস্তাদ বাবা গৌরাঙ্গ কর্মকারই। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহের কারণে ছায়ানটেও ভর্তি হন খেয়ালী।