টিকেট পেতে তার্কিশ কার্যালয়ে প্রবাসীদের ভিড়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৮ ১৫:৫২:২০
মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরদিনই দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীরা টিকিটের জন্য ভিড় করেছেন।
আজ রোববার (১৮ অক্টোবর) ভোর থেকে তার্কিশ এয়ারলাইন্সের গুলশান এভিনিউ কার্যালয়ের বাইরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করতে দেখা গেছে প্রবাসীদের।
এ ব্যাপারে জানা গেছে, ভেতর থেকে প্রবাসীদের একটি টোকেন দেয়া হচ্ছে। টোকেনে কিছু তথ্য পূরণ করে জমা দিতে হচ্ছে। জমা দেয়া টোকেন থেকে ভিসার মেয়াদ বিবেচনায় প্রবাসীদের ফোন দিয়ে টিকিট নিতে আসতে বলা হবে। প্রথম পর্যায়ে যাদের ভিসার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে তাদেরকেই আগে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স।
তার্কিশ এয়ারলাইন্স বর্তমানে সপ্তাহে সাতদিন তুরষ্কের ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করছে।
সানবিডি/এনজে/৩:৫১/১০.১৮.২০২০