ঐশ্বরিয়ার একি হাল!

আপডেট: ২০১৫-১২-১৯ ১৯:৪২:৫২


enter 1_95209দেখে বোঝার উপায় নেই তিনিই ঐশ্বরিয়া। একেবারে সাদামাটা লুকে তাকে এর আগে তেমন দেখা যায়নি। বিশ্বসুন্দরীর মুকুট জয়ী ঐশ্বরিয়া অভিনয় জীবনের বেশিরভাগ সময় গ্লামারাস চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এ বার তিনি একেবারে নন-গ্লামারাস লুকে পর্দায় আসবেন।

সর্বজিত সিংহের বায়োপিকে অভিনয় করছেন তিনি। যেখানে তাকে দেখা যাবে সর্বজিতের দিদি দলবীর কউরের ভূমিকায়। ভাইকে জেল থেকে বের করে আনা যার সারা জীবনের লড়াই। আর সেই লড়াইয়ে দর্শক দেখতে পাবে অন্য রকম ঐশ্বরিয়াকে। এরই মধ্য সিনেমার শুটিং শুরু হয়ে গেছে।

মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় চলছে শুটিং। আর শুটিং-এ যোগ দেবার জন্য খয়েরি রঙের সাধারণ সালোয়ার-কামিজ পরিহিত নায়িকা হাজির হচ্ছেন ক্যামেরার সামনে। পায়ে থাকছে সাধারণ জুতা। চরিত্রের প্রয়োজনে একেবারে সাধারণভাবে প্রায় নো-মেকআপ লুকেই নাকি পর্দায় হাজির হবেন তিনি।

সানবিডি/ঢাকা/রাআ