রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ২০১৫-১২-২০ ১৯:২২:৩৫


RU.Rabi.Manobbandhanরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রাবি ছাত্রলীগের কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী এ অভিযোগ করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রোকেয়া হলের আবাসিক শিক্ষক রফিকুল ইসলাম আমাকে সিট দেওয়ার নাম করে প্রাধ্যক্ষের রুমে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলে। এ ঘটনায় আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে এ টি এম রফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ অভিযোগ পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন। ওই ছাত্রীকে অবৈধভাবে হলে সিট প্রদান না করায় আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।’

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যৌন হয়রানির ঘটনা মেনে নেওয়ার মতো নয়। তাই এর সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা । আর প্রশাসন এ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস