প্রবাসী শ্রমিক নিয়োগে কাফালা পদ্ধতি বাতিল করছে সৌদি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৬:০৮:৩৭


এখন থেকে বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রবাসী শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে বিতর্কিত কাফালা পদ্ধতি বাতিল করছে সৌদি আরবে। এর পরিবর্তে শ্রমিক নিয়োগে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ। কাফালা পদ্ধতিতে সৌদি আরবে কোনো এক ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিক নিয়োগ করা হয়। কেউ কোনো বিদেশি শ্রমিককে নিয়োগ দিলে তিনি সে দেশে যেতে পারতেন।

দেশটির এই নিয়োগ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। এ পদ্ধতিতে কোনো শ্রমিক সৌদি আরব গেলে সেখানে তার নিয়োগকর্তার অধীনে কাজ করার পাশাপাশি তার চাকরী পরিবর্তনসহ সকল বিষয় নির্ভর করে ওই নিয়োগকর্তার ইচ্ছার উপর। ফলে বিদেশি শ্রমিকরা সেখানে কোনো স্বাধীনতা ভোগ করতে পারেন না।

মাল পত্রিকার এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিতর্কিত এ পদ্ধতি বাতিল করার পরিকল্পনা করছে সৌদি সরকার। ২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যেই এ পদ্ধতি বাতিল করে নতুন পদ্ধতিতে শ্রমিক নিয়োগ দেওয়া হবে। তবে এ সম্পর্কে অন্যান্য বিস্তারিত জানানো হয়নি।

সানবিডি/এনজে/৪:০৮/১০.২৮.২০২০