লোহাগড়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রকাশ: ২০১৫-১২-২১ ১৮:৫০:৪৩


narail20151001082103নড়াইল-কালনা সড়কের রামপুর পিকনিক স্পটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার পাইকমারি চরপাড়ার শুধান্য বাড়ই এর ছেলে অনিল বাড়ই(৭৩) বাইসাইকেল যোগে বাড়ি থেকে লোহাগড়া আসার পথে রামপুর পিকনিক স্পটের সামনে পোঁছালে একটি যাত্রীবাহী বাস(ঢাকা-মেঃ-ব-১১-৬৬৩৭) সাইকেলটিকে ধাক্কা মারলে অনিল বাড়ই আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যান।

মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি পালিয়ে গেছে। লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ