“ক্লিন গ্রীন বাংলাদেশ” এর প্রথম জন্মদিন

:: আপডেট: ২০২০-১১-০১ ২১:৫৭:৫৮


১ নভেম্বর ২০২০ ক্লিন গ্রীন বাংলাদেশের প্রথম জন্মদিন। গতবছর এ দিনে আগারগাঁও এলাকায় রাস্তা পরিচ্ছন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্ম হয় “ক্লিন গ্রীন বাংলাদেশ” নামক এই সামাজিক আন্দোলনের। জন্মের শুরু থেকে অদ্য পর্যন্ত সাংগঠনিক ও আর্থিক সহায়তা করেছে সামাজিক সংগঠন “গরিব ফাউন্ডেশন”। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

ফিরে দেখা একটি বছরঃ

দেশব্যাপী পরিচ্ছন্নতাসবুজায়ন কর্মসূচি চলমানঃ

১। ১ম কর্মসূচিঃ ডিসেম্বর ৭, ২০১৯ দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (স্কুল এন্ড কলেজ), আগারগাঁও, ঢাকায়, পরিচ্ছন্নতা ও গার্ডেনিং কর্মসূচি পালন।

২। ২য় কর্মসূচিঃ জানুয়ারি ৩-৪, ২০২০
লহরী-কালগড়া বাজার (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায়) ও লহরী স্কুল পরিচ্ছন্নতা কর্মসূচি পালন।

৩। ৩য় কর্মসূচিঃ ১৩ ফেব্রুয়ারি ২০২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর, সাবাস বাংলাদেশ চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ও পরিবেশ বিষয়ক সেমিনারের আয়োজন। সহযোগিতায় ছিল টুরিজম বিভাগ, রাবি।

 

৪। ৪র্থ কর্মসূচিঃ ২৯ ফেব্রুয়ারি ২০২০
হাজী আলী হোসেন স্কুল, মিরপুর-৬, পরিচ্ছন্নতা ও গার্ডেনিং কর্মসূচি পালন।

এর পর সারা বিশ্বে করোনার মহামারি দেখা দেয়। সিজিবি তার ৯ টি ইউনিটের মাধ্যমে দরিদ্র মানুষকে মানবিক সহায়তা প্রদান করে।

সিজিবির ৯ টি ইউনিটঃ

১। ঢাকা, ২। চট্টগ্রাম, ৩। সিলেট, ৪। রাজশাহী, ৫। চুয়াডাঙ্গা, ৬। কুষ্টিয়া, ৭। বগুড়া, ৮। তিতাস, কুমিল্লা, এবং ৯।নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

এই নয়টি ইউনিটের মাধ্যমে করোনা কালিন সময়ে সর্বমোট ৪,৫৩,২০৪ টাকার খাদ্য সামগ্রী দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয় সিজিবির স্বেচ্ছাসেবীগণ। এ বিষয়ে সংবাদ সময় সময় দৈনিক কালের কণ্ঠ, দৈনিক মানবজমিন, দৈনিক বাণিক বার্তা, সান বিডি.কমসহ একাধিক স্থানীয় অনলাইন টেলিভিশন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২০ পালনঃ

সিজিবি নবীনগর এবং সিজিবি তিতাস ইউনিট করোনা কালীন সময়েও দিবসটি যথাযথ ভাবে উদযাপন করেছে।

বৃক্ষ রোপন কর্মসূচি পালনঃ

১। জুন ৫, ২০২০ নবীনগর লঞ্চ ঘাট, মহিলা কলেজ চত্বর ও গুঞ্জন পাঠাগারে সিজিবি নবীনগর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে।

২। জুন ২৬, ২০২০ ভোলাচং হাইস্কুল ও শ্রীরামপুর স্কুল প্রাঙ্গনে সিজিবি নবীনগর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে।

৩। জুলাই ৩, ২০২০ ধনুট, বগুড়ায় অবস্থিত ধনুট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সিজিবি বগুড়া বৃক্ষ রোপন কর্মসূচি ও জনগণের মাঝে চারা বিতরণ করে।

সিজিবির আয়-ব্যয় হিসাবঃ

এ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সিজিবির তহবিলের মোট =৮, ৫৪, ৩৭০ টাকা দান ও অনুদান দিয়েছে। যার মধ্যে মোট = ৭, ৫৩, ২০৪ টাকা এই এক বছর কালে বর্ণিত সামাজিক কর্মসূচিগুলোতে ব্যয় করা হয়েছে। বর্তমানে সিজিবির কাছে ব্যালেন্স রয়েছে মোট= ১,০১,১৬৬ টাকা।

সিজিবির বর্তমান পরিস্থিতিঃ

সিজিবির রেজিস্ট্রেশন করা জরুরি। সম্প্রতি RJSC থেকে “Clean & Green Foundation” নাম ছাড়পত্র পাওয়া গেছে। রেজিস্ট্রেশন প্রকৃয়াটি চলমান আছে। একজন আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন। অচিরেই আমরা আবেদন করতে পারব বলে আশা করছি।

ক্ষুদ্র অর্জন সমূহঃ

সিজিবির ক্ষুদ্র অর্জন বলতে একটি চমৎকার লগো, একটি ফেসবুক গ্রুপ ও পেজ, একটি ওয়েবসাইট আমরা করতে চেষ্টা করেছি। তাছাড়াও ৫০০ সুদৃশ্য কফি মগ, ৩০০০ টি-শার্ট ও পলো শার্ট, ২০০০ ক্যাপ, ১৫,০০০ চার রংয়ের লিফলেট, ৫,০০০ চার রংয়ের এডিসিভ স্টিকার ও মুজিব বর্ষ উপলক্ষে ৫,০০০ চার রংয়ের ক্যালেন্ডার তৈরী ও বিতরণ করতে চেষ্টা করেছে সিজিবি কেন্দ্রীয় কমিটি।

পরিশেষেঃ

সিজিবি অর্জন বলতে আপনারা, যারা আমাদের ফেসবুক গ্রুপের সদস্য, আপনাদের ভালবাসা। তাছাড়াও ক্ষুদ্র পরিসরে হলেও সিজিবির অর্জন করেছে মানুষের আস্থা, পেয়েছে অসংখ্য মানুষের ভালবাসা। এই একটি বছর সিজিবির প্রতিটি ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবীগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। সিজিবিকে যারা শ্রম, মেধা ও আর্থিক সহায়তা করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

কাজ করতে গেলে ভুল ত্রুটি স্বাভাবিক। সিজিবির দায়িত্বে যারা রয়েছেন তারাও ভুলের উর্ধ্বে নন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আপনাদের আস্থা ও ভালবাসার মর্যাদা অটুট রাখতে আবারও আমরা অঙ্গীকার করছি।

মহান স্রষ্টা নিশ্চয় আমাদের সকলকে কবুল করবেন এবং সৎ উদ্দেশ্য ও কর্মের উপযুক্ত প্রতিদান দিবেন। আমিন।

আপনাদের ভালবাসায় সিক্ত,

জি এম কিবরিয়া
প্রধান সমন্বয়ক

“ক্লিন গ্রীন বাংলাদেশ”