ঢাকায় আসছেন লালচরের নায়িকা মোহনা মীম

প্রকাশ: ২০১৫-১২-২২ ১১:৫৬:১১


Mohona.Meem-সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‌‌‘লালচর’ আগামী ২৫ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিটির মুক্তির আগে আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার শো। এতে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় আসছেন ছবির নায়িকা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মোহনা মীম।

জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর দুপুরের ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন মীম। এর পরপরই তিনি চ্যানেল আইয়ের সিটিসেল তারকা-কথন অনুষ্ঠানে অংশ নিবেন। এদিন বিকেলে আবার কয়েকটি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি  সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিবেন।

বাংলাদেশের মেয়ে মীম কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার কারণেই সেখানেই থাকেন। তিনি চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু করেন।

‘লালচর’ মীম অভিনীত প্রথম চলচ্চিত্র। ইতিমধ্যে ছবির ট্রেলারে ও গানে মীমের অভিনয় প্রশংসিত হয়েছে। তার সম্পর্কে বলতে গিয়ে পরিচালক নাদের চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘চলচ্চিত্রে নতুন হলেও মীমের সুনিপূণ অভিনয় খুব সহজেই মুগ্ধ করবে দর্শকদের। অল্প দিনেই সে দর্শকদের মন জয় করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর এই ছবিটাতে মীম দারুণ কাজ করেছেন।’

লালচর ছবিতে মোহনা মীম ছাড়া আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদের চৌধুরী, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলাসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী।