বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১১-০৪ ১৭:০০:৩৯


শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ছাবেদুর রহমান খোকা সিকদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিলো একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়া। যে দেশে থাকবে না কোনো দারিদ্রতা, উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দারিদ্রতা শুন্যের কোঠায় পৌছানোর লক্ষ্যে কাজ করছেন। গৃহহীন পরিবারকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ছিন্নমুল পরিবারদের আশ্রয়ের ব্যবস্থা করেছেন। শহর থেকে গ্রাম পর্যন্ত পৌছে দিয়েছেন উন্নয়নের ধারা।

বুধবার ৪ নভেম্বর বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের পাশে দারুল উলুম মাদ্রাসা মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার এ কথা বলেন। তিনি আরো বলেন আজ দেশে রাস্তা ঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারসহ এমন কোনো স্থান নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি। দেশে নারিদের অধিকার বাস্তবায়নে কাজ করছে শেখ হাসিনার সরকার।

দারুল উলুম মাদ্রাসার পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট রওশন আরা বেগম, শরীয়তপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক খাদিজাতুল আছমা, জেলা তথ্য কর্মকর্তা মুনিরুল ইসলাম প্রমুখ।

সানবিডি/এনজে/৪:৫৭/১১.০৪.২০২০