তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে মনোমুগ্ধকর কাঞ্চনজঘা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৫ ১৬:১১:২৯


দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েরর তেঁতুলিয়া উপজেলা থেকে প্রতিবছরের মতো পরিষ্কার দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার চোখধাঁধানো অপূর্ব সৌন্দর্য। ফলে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের জেলা ও দূর-দূরান্ত থেকে পর্যটকরা দলে দলে ভিড় করছেন এখানে। চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেই তাদের সংখ্যা বেড়ে চলছে।

বিগত কয়েক বছর হতে ভোর থেকে সকাল ১০টা এবং বিকাল থেকে সন্ধ্যার আগমুহুর্ত পর্যন্ত তেঁতুলিয়ায় খালি চোখে দৃশ্যমান হয়েছিল কাঞ্চনজঙ্ঘা। এবার সাম্প্রতিক বৃষ্টির সুবাদে আকাশ মেঘমুক্ত থাকায় এবং বাতাসে ধূলিকণার পরিমাণ কম বলে ব্যতিক্রম চিত্র।

প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সাধারণত তেঁতুলিয়া থেকে চোখে পড়লেও এবার পঞ্চগড়সহ পার্শ্ববর্তী ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার কিছু জায়গা থেকে এর সুউচ্চ চূড়া দৃশ্যমান হচ্ছে।

সূর্যোদয়ের পর ভোরের আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘার চূড়া প্রথমে কালচে-লাল দেখায়। সময় গড়ানোর সঙ্গে রোদের ঝিকিমিকিতে নৈসর্গিক রূপ বদলাতে থাকে। সোনালি ও রুপালি বিচ্ছুরণের দৃশ্যমান হয় মনভোলানো শুভ্র বরফে আচ্ছাদিত পর্বতমালা। বিকালে কোমল সূর্যকিরণে চূড়াটি অনিন্দ্য সুন্দর হয়ে ধরা দেয়।’

পঞ্চগড়ের আলোকচিত্রী আব্দুল্লাহ আল মারুফ মনে করেন, করোনাভাইরাস মহামারিতে আরোপিত লকডাউনের কারণে এমন হতে পারে।

সানবিডি/এনজে/৪:১০/১১.৫.২০২০