ধরা ছোঁয়ার বাইরে অ্যাসোসিয়েট অক্সিজেন
:: আপডেট: ২০২০-১১-০৭ ১৬:০৫:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের শেয়ার দর দিনদিন বাড়ছেই। গত ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫ টাকা ২০ পয়সা বা ২৩৫ শতাংশ। কারসাজির মাধ্যমে প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ানো হচ্ছে বলে ধারনা করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত মাস অর্থাৎ অক্টোবরের ২৫ তারিখ থেকে কোম্পানিটি ডিএসইতে লেনদেন শুরু করে। লেনদেন শুরুর দিন কোম্পানিটির দর ছিলো ১৫ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ আলোচ্য সময়ে দর বেড়েছে ২৩৫ শতাংশ।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, এক শ্রেণির অসাধু সিন্ডিকেট কারসাজির মাধ্যমে কোম্পানিটির দর বাড়িয়ে দিচ্ছে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তারা।
অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের ইস্যু ম্যানেজার বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বড়ুন পাল সানবিডিকে বলেন, শেয়ার দর বাড়ার বিষয়টি আমরা বলতে পারি না। এটা নিয়ে মন্তব্য করাও আমাদের কাজ না। তবে নতুন শেয়ার হিসেবে বাজারে এর চাহিদা বেশি। তাছাড়া গত বুধবার কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করেছে। এর প্রভাবও কিছুটা থাকতে পারে। তবে দাম বাড়ার কারণ ভালো জানে জনগণ বা ক্রেতা-বিক্রেতারা।
অস্বাভাবিক এই দর বৃদ্ধির বিষয়ে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দেলোয়ারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। ফোন ধরেননি কোম্পানি সচিব সোহরাব হোসাইনও।
এদিকে, গত বুধবার কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৫ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ